Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

১.  ১০(দশ)দিন মেয়াদী অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণঃএটি গ্রাম ভিত্তিক প্রশিক্ষণ। সাধারণত পাশাপাশি কয়েকটি গ্রাম বা ওয়ার্ড মিলেএকটি প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে ৩২জন পুরুষ  ও       ৩২জন মহিলা অংশগ্রহণ করে। প্রশিক্ষণটি করতে হলে সংশ্লিষ্ট নিজ ইউনিয়নে কর্মরত  ইউনিয়ন দলনেতা/দলনেত্রী অথবা  আনসার প্লাটুন কমান্ডারদের সাথে যোগাযোগ রাখতে হবে। সাধারণত  এক  অর্থ বৎসরে  ২-৩ টি গ্রামভিত্তিক প্রশিক্ষণ হয়। প্রশিক্ষণের তারিখ, সময় এবং যোগ্যতা  উপজেলার  ওয়েবসাইটে দেওয়া হয়।


২. ২১(একুশ) দিন মেয়াদী অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণঃএই প্রশিক্ষণটি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নেছারাবাদ  উপজেলায় ২৫জনের কোটা থাকে। প্রশিক্ষণ শুরু হওয়ার  আগে প্রশিক্ষণের তারিখ, সময়. যোগ্যতা এবং বাছা্ই এর তারিখ  উপজেলার  ওয়েবসাইটে দেওয়া হয়।

৩. প্রশিক্ষণপ্রপ্ত সদস্যের প্রত্যয়ন পত্রঃ ১০(দশ) দিন মেয়াদী প্রশিক্ষণ প্রাপ্ত ভিডিপি সদস্য/সদস্যারা প্রত্যয়নপত্র নিতে চাইলে জেলা কমান্ড্যান্ট বরাবর আবেদনপত্র লিখে উপজেলা অফিসে আসতে হবে এবং উপজেলা থেকে সুপারিশপত্র নিয়ে জেলা কার্যালয়ে গেলে প্রত্যয়ন পত্র পাওয়া যাবে। ২১(একুশ) দিন মেয়াদী প্রশিক্ষণ প্রাপ্ত ভিডিপি সদস্য/সদস্যারা প্রত্যয়নপত্র নিতে চাইলে জেলা কমান্ড্যান্ট বরাবর আবেদনপত্র লিখে সরাসরি জেলা কার্যালয়ে গেলে প্রত্যয়নপত্র পাওয়া যাবে।


৪. প্রশিক্ষণ প্রাপ্ত সদস্যদের নির্বাচন ও পূজায় অঙ্গিভুত হওয়াঃ প্রশিক্ষণ প্রাপ্ত সদস্য/সদস্যারা নির্বাচন  ও পুজায় ডিউটি করতে চাইলে  সংশ্লিষ্ট নিজ ইউনিয়নে কর্মরত  ইউনিয়ন দলনেতা/দলনেত্রী অথবা  আনসার প্লাটুন কমান্ডারদের সাথে যোগাযোগ করলে  হবে। অথবা  সরাসরি অফিসে যোগাযোগ করলেও হবে।

৫. বিভিন্ন ধরণের কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণঃ মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত সদস্য/সদস্যারাই কেবল  এই ট্রেনিংগুলি করতে পারে।  এই  প্রশিক্ষণগুলি বাহিনীর বিভিন্ন জেলায় অবস্থিত প্রশিক্ষণকেন্দ্রে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শুরু হওয়ার পূর্বেই তারিখ, সময়. যোগ্যতা এবং বাছা্ই এর তারিখ  উপজেলার  ওয়েবসাইটে দেওয়া হয়।