Wellcome to National Portal
Main Comtent Skiped

How to go

 উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, নেছারাবাদ, পিরোজপুর।

মোবাইলঃ ০১৬৮৭-৬০৩৯২১

সড়ক পথে: জেলা সদর থেকে ৩৬ কিঃমিঃ। জেলা সদর বাস টারমিনাল থেকে বাসযোগে বেকুটিয়া ফেরি পার হয়ে কাউখালী উপজেলার ভিতর দিয়ে আমড়াঝুড়ি ফেরি পার হয়ে এই উপজেলায় প্রবেশ করতে হবে। বিভাগীয় শহর বরিশাল থেকে সড়কপথে দূরত্ব ৩৫ কিঃমিঃ। বরিশালের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড হয়ে গড়িয়ারপার নামক স্থান থেকে সড়কপথে বাবুগঞ্জ,উজিরপুর এবং বানারিপাড়া উপজেলার উপর দিয়ে এই উপজেলায় প্রবেশ করতে হবে।উপজেলা পরিষদের সামনে থেকে রিকশা যোগে  উপজেলা  আনসার  ও  ভিডিপি কার্যালয়ে  আসা যাবে। অফিসটি কোর্ট মসজিদ থেকে ৫০ মিটার দক্ষিণে।